জুমবাংলা ডেস্ক: ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় সরিষা ফুল থেকে মধু আহরণ করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, একজন উদ্যোক্তা সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স বসিয়ে মধু চাষ করেছেন। সরিষা ক্ষেতের পাশে এ উৎপাদনে সরিষার পরাগায়নও ভালো হয়। এতে ফলনও বৃদ্ধি হয়। তিনি বলেন, জেলার এ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য জেলা থেকেও কৃষক উদ্বুদ্ধ হচ্ছে।
কৃষি বিভাগের সহায়তার কথা উল্লেখ করে সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, মধু সংগ্রহের জন্য উদ্যোক্তাকে ৪ টি আধুনিক মৌ-বক্স দেয়া হয়েছিলো। এছাড়া কৃষি বিভাগ থেকে বিভিন্ন সামগ্রী এবং সবসময় সহায়তা দেয়া হয়েছে। এ কাজে আগ্রহী উদ্যোক্তাদের সহযোগিতা করতে কৃষি বিভাগ সচেষ্ট রয়েছে।
মধু আহরণ করে আর্থিক লাভবান হচ্ছে উল্লেখ করে চাষি মেজবাহ উদ্দিন শামীম বলেন, কৃষি বিভাগের সহায়তায় গত ৩ বছর সরিষা ক্ষেত থেকে মধু আহরণ করছি। এবারও দুটি স্থানে ১০টি মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ কার্যক্রম করছি। এতে উৎপাদন সংশ্লিষ্ট খরচ বাদ দিয়ে বাক্স প্রতি প্রায় ১১ হাজার টাকা লাভ হচ্ছে। তিনি বলেন, আমার এ কার্যক্রম দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। অনেকে উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ নিতে আসছেন। এসময় আগামীতে মধু সংগ্রহের পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন এ চািষ।
গতকাল সোমবার মধু আহরণ প্রক্রিয়া দেখতে আসা নোয়াখালী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের কৃষক মো. নুরুল হুদা বলেন, আমি দীর্ঘদিন সরিষা আবাদ করছি। আগামীতে সরিষা ক্ষেত থেকে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহের ইচ্ছা আছে। সেজন্য উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাসহ এখানে মধু সংগ্রহের প্রক্রিয়া দেখতে এসেছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৮৬৭ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।