 আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন ভবনে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন সার্বিক প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষার তারিখ যেন নির্বাচনের সঙ্গে না মেলে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করা হয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সচিব জানান, ভোটকেন্দ্র স্থাপন, সড়ক ও অবকাঠামো সংস্কার, বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে আবহাওয়া অনুকূল হলেও ভোটকেন্দ্রগুলোর প্রবেশগম্যতা আগেভাগেই নিশ্চিত করতে হবে।”
এছাড়া স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্বাচনী কাজে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে কমিশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


