ভারতের দক্ষিণী সিনেমা চমৎকার পারফর্ম করে যাচ্ছে। ক্যাপ্টেন মিলার সিনেমাটি পুরো ভারত জুড়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যারা একশন ধর্মী সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি বেশ উপযুক্ত। হনুমান সিনেমা পুরা ভারতবর্ষে ঝড় তুলেছে। দক্ষিনী সিনেমার জন্য জানুয়ারি মাস ছিল বেশি ইতিবাচক।
তবে ফেব্রুয়ারি মাসে জমজমাট থাকবে দক্ষিণী সিনেমা। এ মাসের ২ তারিখে রিলিজ পেয়েছে অম্বাজিপেডা ম্যারেজ ব্যান্ড সিনেমাটি। সিনেমার পরিচালকের জীবনের বাস্তব কাহিনীর অবলম্বনে নির্মাণ করা হয়েছে এটি।
২০১৯ সালে ’যাত্রা’ সিনেমাটি বেশ হিট হয়েছিল। তখন সবাই এটির সিকুয়েল চেয়ে দাবি জানিয়েছিল। সুখবর হচ্ছে এটি শীঘ্রই আসতে চলেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দুর্দান্ত গল্প উপস্থাপন করা হবে এ সিনেমায়। সিনেমাটি এ মাসের ৮ তারিখে মুক্তি পাবে।
তামিলের স্পোর্টস ভিত্তিক সিনেমা ’লাল সালাম’ বাজারে আসতে চলেছে। রজনীকান্ত এখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া সিনেমাটি পরিচালনা করেছেন। ৯ ফেব্রুয়ারিতে নয়া সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
তেলেগুর অ্যাকশন সিনেমা ঈগল মুক্তি পাবে একই তারিখে। পুলিশ, ক্রাইম, একশন সবকিছুই থাকছে এ সিনেমাটির মধ্যে। যারা পুলিশের দুর্দান্ত তদন্তের কাহিনী পছন্দ করেন তাদের জন্য দুর্দান্ত সিনেমা অপেক্ষা করছে।
অপারেশন ভ্যালেন্টাইন্স সিনেমায় ভারতের আকাশ শক্তির দুর্দান্ত গল্প তুলে ধরা হবে। ভারতের ফাইটার জেট আকাশ দাপিয়ে বেড়াবে এ ধরনের সিনেমা শীঘ্রই আসতে চলেছে। যারা ভারতের এয়ারফোর্স নিয়ে আগ্রহী তাদের জন্য সিনেমাটি দুর্দান্ত হবে।
সবমিলিয়ে ফেব্রুয়ারি মাস দক্ষিণী সিনেমার জন্য জমজমাট হতে চলেছে তা বলা যায়। যারা দক্ষিণী সিনেমা পছন্দ করেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস দুর্দান্ত হতে যাচ্ছে। ক্রিকেটার মাঠ থেকে পুলিশী তদন্ত কোন কিছুই বাদ যাবেনা সিনেমার গল্পে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।