ফেব্রুয়ারির বর্তমান সময়টি স্মার্টফোন ক্রেতাদের জন্য দারুন কাটবে। কেননা বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড এর দুদান্ত স্মার্টফোন মার্কেটে রিলিজ পেয়েছে অথবা শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে। আজকের আটিকেলে OnePlus 11, POCO X5 Pro, Realme GT Neo 5, Realme 10 Pro Coca-Cola Edition ইত্যাদি স্মার্টফােনের বিবরণ পাঠকদের জন্য তুলে ধরা হল।
OnePlus 11
OnePlus 11 স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 3216×1440 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.7 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
OnePlus 11 স্মার্টফোনে 16GB LPDDR5X RAM র্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। OnePlus 11 হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 100 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। OnePlus 11 স্মার্টফোনের প্রাইস 55 হাজার রুপি ও 70 হাজার টাকা।
POCO X5 Pro
POCO X5 Pro স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 1080 x 2400 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.67 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 778G চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
POCO X5 Pro স্মার্টফোনে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। POCO X5 Pro হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। POCO X5 Pro স্মার্টফোনের প্রাইস 23 হাজার রুপি ও 32 হাজার টাকা।
Realme GT Neo 5
Realme GT Neo 5 স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 2772 X 1240 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.7 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8+ Gen1 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Realme GT Neo 5 স্মার্টফোনে 16 জিবি র্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Realme GT Neo 5 হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 150 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Realme GT Neo 5 স্মার্টফোনের প্রাইস 40 হাজার রুপি ও 52 হাজার টাকা।
Realme 10 Pro Coca-Cola Edition
Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনের LCD প্যানেলে ডিসপ্লে ব্যবহার করা হবে। ডিসপ্লের সাইজ হবে 6.72 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 695 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Realme 10 Pro Coca-Cola Edition হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 5000 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Realme 10 Pro Coca-Cola Edition স্মার্টফোনের প্রাইস 20 হাজার রুপি ও 28 হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।