আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে ইসি। এবার নির্বাচন আয়নার মতো স্বচ্ছ হবে। সেপ্টেম্বরের মধ্যে প্রোকুমেন্টের কাজ শেষ হবে। প্রধান উপদেষ্টা চিঠি পেলে কমিশনে আলোচনা করে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসির প্রতি আস্থা ফেরানো নিয়ে তিনি বলেন, ভোটারদেরকে কেন্দ্র নিয়ে আসা, ইসির ওপর আস্থা ফেরানো, ভুল তথ্য ইন্টারনেটে ছড়ানো হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সিইসি আস্থাশীল। যারা ইসির অনাস্থা নিয়ে কথা বলছেন তারা আমাদের নিরপেক্ষতা দেখে আস্থাশীল হবেন।
https://inews.zoombangla.com/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a7%ad%e0%a7%ac-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন। তাদের নেতাকর্মীরা ভোটার অংশ নিতে পারবে কিনা তা সময় হলে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।