অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জন্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সরকার ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।
বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে। বৈঠকে মার্কিন কর্মকর্তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকে আলোচিত অন্যান্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকায় অপতথ্য বিস্তার প্রতিরোধ। বিশেষভাবে, ড. ইউনূস কক্সবাজারের শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেন। মার্কিন কর্মকর্তারা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।
ড. ইউনূস সার্ক পুনরুজ্জীবনের প্রচেষ্টা জোরদার করার কথাও জানান। তিনি উল্লেখ করেন, সংস্থাটি গত এক দশক ধরে কোনও শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীকরণের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক হবে।
এছাড়া, তিনি নেপাল ও ভুটানের ভূমিহীন জনগোষ্ঠী এবং ভারতের সাত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বও তুলে ধরেন। বৈঠকের শেষে ড. ইউনূস সার্জিও গোরকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।