বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ ভয়াবহ রাজনৈতিক অনিশ্চয়তায় পড়বে। রাজধানীর নিউ মার্কেটের বলাকা সিনেমা হলের সামনে ঢাকা-১০ আসনের বিএনপি ,অঙ্গসংগঠন ও জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
অসীম বলেন, “দেশকে ভয়াবহ অনিশ্চয়তার কবল থেকে উদ্ধার করতে হলে নির্বাচন কমিশনকে অবিলম্বে দৃশ্যমান কার্যক্রম শুরু করতে হবে। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের এবং পতিত স্বৈরাচারের পদলেহনকারীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি জানান, সংস্কারের নামে শুধু কালক্ষেপণ চলছে। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ফেরত চেয়েছিল, কিন্তু এখনো তা পূরণ হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নানা পদ্ধতির কথা বলে সময় নষ্ট করছেন, তারা আসলে পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করছেন। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না।
বিএনপি নেতা বলেন, “সংবিধানের বাইরে কোনো নির্বাচন সম্ভব নয়। রাজনীতিবিদদের পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। সংস্কারের জন্য প্রতিটি রাজনৈতিক দলের উচিত চার্টার তৈরি করে স্বাক্ষর করা।”
অসীম অভিযোগ করেন, “আওয়ামী লীগ রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসনসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এ অবস্থায় কোনো দল এককভাবে ক্ষমতায় এসে সংস্কার করতে পারবে না। দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বিএনপির স্থায়ী চেতনা তুলে ধরে বলেন, “বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে। আন্দোলনের শরিক সব দলকে ভবিষ্যৎ সরকারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।”
ঢাকা-১০ আসনের স্থানীয় সমস্যা নিয়ে অসীম বলেন, “এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ ও পার্ক নেই। বিভিন্ন মাঠ গোষ্ঠীর নামে বরাদ্দ দিয়ে সেখানে অনৈতিক কার্যক্রম চালানো হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি এলাকায় মাঠ ও পার্ক নিশ্চিত করতে হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।