স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৭ রানের জবাবে ব্যাট করছে আফগানিস্তান। ৩০৭ রানের লক্ষ্য। নিশ্চয় আফগানদের সামনে অনেক বড় একটি লক্ষ্য। এই লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে তারা। ৯ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয় এবং ৩৪ রানে হারিয়েছে তৃতীয় উইকেট।
এমন পরিস্থিতিতে রীতিমত ঘুরে দাঁড়িয়েছে আফগানরা। শুধু ধুরে দাঁড়ানোই নয়, ওপেনার রহমত শাহ এবং মিডল অর্ডার নজিবুল্লাহ জাদরানের ব্যাটে বেশ ভালোভাবেই জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল হাশমতুল্লাহ শহিদি অ্যান্ড কোং।
কিন্তু ৮৯ রানের জুটি গড়ার পর অবশেষে বিচ্ছিন্ন হলেন রহমত শাহ এবং নজিবুল্লাহ। রহমত শাহকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। ২৫তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্ট্যাম্পের ওপর। রহমত শাহ ঠেকানোর চেষ্টা করলেন। কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে ছুঁয়ে গেলো অফ স্ট্যাম্পের বেল।
তাতেই সাজঘরে ফিরে যেতে হলো ৫২ রান করা রহমত শাহকে। এর আগেও অবশ্য রান আউট হয়েছিলেন রহমত শাহ। কিন্তু সাকিব আবেদন প্রত্যাহার করায়, শেষ পর্যন্ত বেঁচে যান তিনি। অবশেষে তাসকিনের বলে বোল্ড হলেন রহমত। ৭১ বল খেলে ৪ বাউন্ডারিতে ৫২ রান করেন রহমত শাহ।
এ রিপোর্ট লেখার সময় ২৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ৫২ রান নিয়ে ব্যাট করছেন নজিবুল্লাহ জাদরান এবং ৩ রান নিয়ে তার সঙ্গী হয়েছেন মোহাম্মদ নবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।