মানবীয় দুর্বলতা, ক্লান্তি, কামনা-বাসনা থেকে মুক্ত আল্লাহর অনন্য সৃষ্টি ফেরেশতা। তারা সবসময় বিরতিহীনভাবে মহান আল্লাহর হুকুম পালন ও প্রশংসায় নিয়োজিত থাকেন। আবার মানুষের জন্য সহজ শর্তে ক্ষমা প্রার্থনা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে থাকেন। কী সেই সহজ শর্ত?
কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিচয় এবং মুমিন মুসলমানের সে সহজ শর্ত তুলে ধরেছেন। যে কারণে ফেরেশতাদের মধ্যে এমন অনেকে রয়েছেন, যারা মানুষের জন্য ক্ষমা প্রার্থনায় নিয়োজিত থাকে। আল্লাহ তাআলা বলেন-
‘যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন- ‘হে আমাদের পালনকর্তা! আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা মুমিন : আয়াত ৭)
মুমিন মুসলমানের উচিত, মহান আল্লাহর কাছে বেশি বেশি তাওবাহ ইসতেগফার করা। নিজেদের গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলার বিধি-নিষেধগুলো মেনে জীবন পরিচালনা করা। কেননা মানুষের তাওবাহ তথা ক্ষমা প্রার্থনায় ফেরেশতারাও ওইসব বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।‘
অর্থ : ‘হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।’
নিয়ম : সকালে ও সন্ধ্যায় এ ইসতেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইসতেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এ ইসতেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে প্রা’ণ চলে যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে যায়, তবে সে জান্নাতে যাবে।’ (বুখারি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।