বিনোদন ডেস্ক : ‘বান্টি অউর বাবলি’ ছবির কথা নিশ্চয়ই মনে আছে। অভিষেক বচ্চন, রানি মুখার্জীর মিষ্টি রসায়ন নজর কেড়েছিল সকলের। সেই ছবির সিক্যুয়েল হচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল, সে ছবিতে আরও একবার দেখা যাবে অভিষেক, রানিকে। কিন্তু এখন জল্পনা, নব্য মুখের খোঁজে রয়েছেন পরিচালক।
ছবির নাম হতে পারে বান্টি অউর বাবলি এগেন। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল বান্টি অউর বাবলি। পরিচালক ছিলেন শাদ আলি। এবারও তিনিই পরিচালনা করবেন। তবে জুনিয়র বচ্চন ও চোপড়া পরিবারের বধূও থাকবেন বিশেষ চরিত্রে। এই ছবির হাত ধরেই ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন তাঁরা।
বলিপাড়ায় এখনও কান পাতলে গুঞ্জন ভাসে, এই ছবির শুটিং করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন অভিষেক, রানি। যদিও সে সম্পর্ক বাস্তবের মাটি পায়নি। উল্টে তিক্ততা বাড়ে দু’জনের মধ্যে। অবশ্য এখন সেসব অতীত। ঐশ্বরিয়াকে বিয়ে করে সুখে সংসার করছেন অভিষেক। তাঁদের মেয়ে আরাধ্যার এখন সাত বছর বয়স। অন্যদিকে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। তাঁদেরও তিন বছরের মেয়ে, নাম আদিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।