বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা গত বছর থেকে মুম্বাইয়ে অবস্থান করছেন। কাজ করছেন সেখানকার বেশ কিছু ছবিতে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘সফর’ নামে একটি হিন্দি ছবির কাজ। এবার শুরু করবেন বলিউডের জনপ্রিয় নায়ক গোবিন্দর নির্মিতব্য একটি ছবির কাজ। এমনটাই জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সিমলা বলেন, ‘মায়ের অসুস্থতার খবর শুনে ক’দিন আগে ঢাকায় এসেছি। ঢাকায় আসার আগে, গোবিন্দ দাদার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এটি পরিচালনা করবেন দাদা নিজেই। তবে এখনও পর্যন্ত ছবির নাম ও অভিনয় শিল্পীদের নাম চূড়ান্ত হয়নি। আগামী ১৫ অক্টোবর মুম্বাই যাব। গিয়ে সবকিছু জানাতে পারবো।’
এর আগে, গোবিন্দর বিপরীতে সিমলা অভিনয় করেন ‘সমাধি’ নামে একটি ছবিতে। দীপক স্যানালের পরিচালনায় এতে তিনি অভিনয় করেন গোবিন্দর স্ত্রীর চরিত্রে। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।