Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বুধবার চীনের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি বার্তা দিয়েছে। দেশটি হংকংয়ের স্বায়ত্ত শাসনের বিধি ‘একেবারে লঙ্ঘন’ করে সেখানের গণতন্ত্রপন্থী চার আইন প্রণেতাকে বহিস্কার করার পর তারা এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করলো। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন বলেন, ‘হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিল থেকে গণতন্ত্রপন্থী আইন প্রণেতাদের বহিস্কারে বেইজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপ চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) দেয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতির একেবারে লঙ্ঘন সে ব্যাপারে কোন সন্দেহ নেই।’
তিনি আরো বলেন, হংকংয়ের গণতন্ত্র ধ্বংসের কাজে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।