স্পোর্টস ডেস্ক: উন্নত ভবিষ্যতের জন্য কলপাক চুক্তি করে একের পর এক জাতীয় দল ছেড়ে চলে যেতে থাকেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ইংল্যান্ডের ঘরোয়া লিগে এই চুক্তির প্রধান শর্ত, জাতীয় দল থেকে অবসর নেওয়া।
মরনে মরকেল, রাইলি রুশো, কাইল অ্যাবোট, ওয়েন পারনেলরা তাই জাতীয় দল ছেড়ে পারি জমান ইংল্যান্ডে। আবদ্ধ হন কলপাকের চুক্তিতে।
কিন্তু যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় এবছরের শেষদিকে কলপাকের সব চুক্তি বাতিল হয়ে যাবে। ফলে কপাল পুড়তে পারে মরকেল-রুশোদের।
একসময় নিজ স্বার্থে জাতীয় দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা। সেখানে কি চাইলেই আর ফিরতে পারবেন মরকেল-রুশোরা? এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক গ্রায়েম স্মিথ জানান, যদি ক্রিকেটাররা ফিরতে চান তবে তাদের স্বাগত জানানো হবে।
স্মিথ বলেন, যেহেতু কলপাক শেষ হওয়ার পথে, তাই সম্ভবত আমরা সেরা খেলোয়াড়দের ফেরত পেতেই চাইব। তারা ফিরবেন কি না, সেটা তাদের সিদ্ধান্ত।
দক্ষিণ আফ্রিকা দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমাদের দিক থেকে বললে, আমরা আমাদের সেরা খেলোয়াড়দের ঘরোয়া লিগে খেলতে উৎসাহিত করব। যাতে করে তারা জাতীয় দলে ফেরার সুযোগ পায়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.