আন্তর্জাতিক ডেস্ক: নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের একটি সেনা ইউনিটে একটি অবৈধ আর্মেনীয় সশস্ত্র গ্রুপ হামলা চালিয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ হামলায় এক আজেরি সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলেও দাবি তাদের। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রবিবার বিকেলে খোজাবেন্দ এলাকায় চালানো এই হামলা প্রতিহত করা হলে ছয় হামলাকারী নিহত হয়।
নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এই সংঘাতে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর রুশ মধ্যস্থতায় শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১০ নভেম্বর সংঘাতের অবসান হয়। চুক্তির আওতায় আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখের তিনটি জেলা আজারবাইজানের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার খোজাবেন্দ সেনা ইউনিটে আর্মেনীয় গোষ্ঠীর হামলার কথা জানানো হয়। আর্মেনীয় গোষ্ঠী আবারও হামলা চালালে ব্যাপক পদক্ষেপ নেওয়া হবে বলে ও সতর্ক করা হয়।
আজেরি মন্ত্রণালয়ের বিবৃতির কয়েক ঘণ্টা আগে পার্শ্ববর্তী হাদরুত এলাকায় সংঘাতের খবর অস্বীকার করে আর্মেনিয়ার প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি নাগোরনো-কারাবাখের নৃতাত্বিক গোষ্ঠীগুলো কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলছে।
উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। পরে ২০১৬ সালের শুরুতেও সংঘাতে জড়ায় দুই পক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।