স্পোর্টস ডেস্ক : বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। এবারের বিপিএলে দারুন পারফর্ম করে চলেছেন লিটন দাস। আজকেও খুলনার সাথে খেলেছেন ৫৮ রানের ম্যাচজয়ী ইনিংস।
সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। মুশফিকের ব্যর্থতার দিনে ১৪৬ রান করেন খুলনা।
খুলনার দেওয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন রাজশাহীর দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। এ দুইজন গড়ে তোলেন ৭৫ রানের জুটি। এদিন ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন লিটন দাস। ফলে ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় রাজশাহীর।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।