বিনোদন ডেস্ক : নুসরাত জাহান৷ তিনি মুসলিম ধর্মাবলম্বী৷ কিন্তু বিবাহসূত্রে তিনি হিন্দু পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন৷ আর সেই জন্য তিনি হিন্দু ধর্মের সব রীতি মানেন৷ বিয়েতে শাঁখা-সিঁদুর পরেছিলেন৷ সেই বেশে সাংসদে উপস্থিত হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বাঙালি অভিনেত্রী৷
প্রথমে এ নিয়ে মুখ না খুললেও, পরে দুরন্ত জবাব দিয়েছিলন নুসরাত৷ তিনি জানিয়েছিলেন যে মনুষ্যত্বই সব থেকে বড়৷ ধর্মের নামে বিভাবজন মানুষ করে, কোনও ঈশ্বর এই বিভেদ সৃষ্টি করেননি৷ তাই তো ইসকনের রথযাত্রায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷
স্বামীকে নিয়ে তিনি গিয়েছিলেন রথের দড়ি টানতে৷ এরপর রাখি বন্ধনেও পরিবারের রীতি মেনে তাঁর হাতে রাখি পরিয়েছিলেন শাশুড়ি৷ আবার ইদে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন নব নির্বাচিত সাংসদ৷
এবার ঠিক একইভাবে নন্দ উৎসবে দেখা মিলল নুসরাতের৷ বাড়িতে জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে মাতলেন অভিনেত্রী৷ মিষ্টি এক খুদেকে পাশে বসিয়ে তিনি লিখলেন যে তুমিই আমার লাড্ডু গোপাল৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।