Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে আবারও পেছাল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। দেশটিতে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় শুক্রবার (৫ নভেম্বর) লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ছয় দিন পিছিয়ে ২৭ নভেম্বর শুরু হবে এলপিএল। এ নিয়ে তৃতীয়বার পিছিয়ে গেল ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।
টুর্নামেন্টের ভেন্যুও তিন থেকে একে কমিয়ে আনা হয়েছে। ২৩ ম্যাচের সবই হাম্বানটোটার দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ফাইনাল।
প্রসঙ্গত, এলপিএল হওয়ার কথা ছিল আগস্টে। পরে তা পিছিয়ে যথাক্রমে ১৪ নভেম্বর ও ২১ নভেম্বর শুরুর ঘোষণা দিলেও সিদ্ধান্তে অটল থাকতে পারেনি লঙ্কান বোর্ড। এবারও আশাবাদী তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।