জুমবাংলা ডেস্ক : আবারও বেড়েছে ডলারের দাম। বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের অংশ হিসেবে প্রচলিত ব্যান্ড ১ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। ফলে এখন থেকে ১৯ টাকা ৫০ পয়সায় আন্তঃব্যাংক লেনদেন করা যাবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের ফলে বৈদেশিক মুদ্রার বাজারে তারল্য সংকট কাটবে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়: আশা করা যাচ্ছে খুব দ্রুতই আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য ফিরে আসবে এবং বিনিময়ের পরিমাণও দ্রুত বৃদ্ধি পাবে।
এদিন বৈঠকে আর্থিক খাত স্থিতিশীল-সংষ্কার এবং মূল্যস্ফীতি মোকাবেলায় ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠনসহ মোট চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।