জুমবাংলা ডেস্ক: বাজারে ডিমের দাম আবারও বেড়েছে। ১০ থেকে ১২ দিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১৫ টাকা।
আজ রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা দরে। ১০ টাকা কমে সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গতকাল প্রতি হালি ডিম বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৩ টাকায়। সেই হিসাবে প্রতি ডজনের দাম দাঁড়ায় ১২০ থেকে ১২৯ টাকা।
সংস্থাটির তথ্য বলছে, গত এক সপ্তাহে ডিমের দাম ডজনে বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ।
আগস্টের শুরুর দিকে জ্বালানি তেলের দাম বাড়ার পর দফায় দফায় বাড়তে থাকে ডিমের দাম। এক পর্যায়ে প্রতি ডজনের দাম পৌঁছায় ১৬০ টাকায়। এরপর নানা পদক্ষেপে দাম কমতে শুরু করে। ১০ থেকে ১২ দিন আগে তা কমে ১১৫ থেকে ১২০ টাকায় নেমে এসেছিল।
কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েকদিন বাজার স্বাভাবিক ছিল। দাম কমে ১১৫ টাকা হয়েছে। এখন আবার বাড়ছে। গত সপ্তাহে বিক্রি করেছি ১২৫ টাকায়। এখন ১৩৫ টাকার নিচে বিক্রি করা যায় না। বাজারে সরবরাহ কমলে দাম বাড়ে। আসলে দাম বাড়া-কমার বিষয়টি নির্ভর করে পাইকারদের সরবরাহের ওপর।’
ডিমের দামে অস্বস্তি দেখা দিলেও মসুর ডালে সুখবর আছে। চার-পাঁচ মাস ধরে ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া মসুর ডালের দাম পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। আগের মতোই দেশি মসুর ডালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় মুরগির দামে তেমন হেরফের দেখা যায়নি। ব্রয়লার মুরগির কেজি ১৬৫ থেকে ১৭৫ টাকা এবং সোনালি জাতের মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।