জুমবাংলা ডেস্ক : তামাক নিয়ন্ত্রণে মূল্য ও কর বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে সংসদীয় কমিটির বৈঠকে। জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ এবং মোকাব্বির খান বৈঠকে অংশ নেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে জনপ্রশাসনের শুদ্ধাচার, নীতি ও চর্চা নিশ্চিতকরণের পদক্ষেপ ও সার্বিক তামাক নিয়ন্ত্রণে তামাকের প্রকৃত মূল্য ও কর বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। সামনে আবারও বাড়তে পারে সিগারেটের দাম। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সঙ্গে জ্বালানি দেওয়ার জন্য এনটাইটেলমেন্টের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বৈঠকে সুপারিশ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।