ফের বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে স্পেনের কাতালোনিয়া কর্তৃপক্ষ

স্পেন

স্পেন

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চল কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, এ অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরার চেষ্টার অংশ হিসেবে তারা নৈশপ্রমোদ কেন্দ্র বন্ধের মতো বিভিন্ন বিধিনিষেধ ফের আরোপ করতে যাচ্ছে। কেননা, সেখানে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সেবা খাত বর্তমানে চাপের মুখে পড়েছে। খবর এএফপি’র।

আঞ্চলিক সরকারের নারী মুখপাত্র পাট্রিসিয়া প্লাজা বলেন, ‘আমরা উন্মুক্ত স্থানে অবস্থিত না এমন নৈশপ্রমোদ কেন্দ্র বন্ধ এবং অনেক লোক সমাগত ঘটে এমন আউটডোর কর্মকান্ডের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করতে যাচ্ছি।’