জুমবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবিগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের ৯ ঘণ্টা ভুগতে হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-১২৮ ফ্লাইটটির। এরপর রাত পৌনে ৩টায় আবার আবুধাবি থেকে চট্টগ্রামের উদ্দেশে আসার কথা ছিল বিমানটির। তবে উড্ডয়নের আগে ডানায় ত্রুটির কারণে প্রায় ৯ ঘণ্টা পর বুধবার (৩০ অক্টোবর) আমিরাতের স্থানীয় সময় ভোর ৬টায় অন্য একটি বিমান আবুধাবি পৌঁছায়। পরে আমিরাতের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে বেলা পৌনে ১১টায় ১৪৩ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।
বিমানের আবুধাবি স্টেশনের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ফেরদৌস জানায়, বোয়িং-৭৩৭-৮০০ মডেলের বিমানটি কারিগরি জটিলতায় পড়েছিল। সেটির উইং (ডানা) ফ্ল্যাপ ঠিকমতো কাজ করছিল না। ফ্লাইট সেইফটিই বিমান চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। সেজন্য বিমান ছাড়ার আগে সব সিস্টেম পরীক্ষা করা হয়। সেখানে কোনো ত্রুটি পাওয়া গেলে তা সারিয়ে তারপর বিমিন ছাড়া হয়। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও বিজি-১২৮ ফ্লাইটের ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি।
এর আগে চলতি বছরের ২৪ জুন ঢাকা থেকে আবুধাবিগামী একটি ফ্লাইট আকাশে ওড়ার পর উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। ফলে ৫ ঘণ্টা পর যাত্রীদের অন্য ফ্লাইটে আবুধাবি পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।