স্পোর্টস ডেস্ক : দিনের শুরু থেকেই বৃষ্টির কবলে চট্টগ্রাম টেস্ট। এই বৃষ্টিই অবশ্য হারের লজ্জা থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে। কেননা চতুর্থ দিন শেষে খাদের কিনারায় রয়েছেন সাকিবরা। তবে বৃষ্টি শেষে দুই দল মাঠে নামলেও ২ ওভার ১ বলের বেশি খেলত পারে নি দু’দল।
৬ উইকেটে ১৪৩ রানে ফের মাঠ ছাড়ে সাকিব-সৌম্য।
Advertisement
সোমবার (০৯ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের।
চতুর্থ দিন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানে শেষ করে। অধিনায়ক সাকিব অপরাজিত ৩৯ ও সৌম্য সরকার শূন্য রানে মাঠ ছাড়েন। জয়ের জন্য এখনও ২৬২ রান দরকার।
এর আগে আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রান করলে জবাবে বাংলাদেশ ২০৫ রানে গুটিয়ে যায়। পরে সফরকারী আফগানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।