বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্লাটফর্মে আপলোডের জন্য আবারো ভিডিওর দৈর্ঘ্য বাড়াচ্ছে টিকটক। নতুন আপডেটের অংশ হিসেবে ভিডিওর সময় ৩ মিনিট থেকে ১০ মিনিটে উন্নীত করা হচ্ছে। খবর এনগ্যাজেট।
দৈর্ঘ্য বাড়ানোর বিষয়ে এক বিবৃতিতে টিকটকের এক মুখপাত্র জানান, ১০ মিনিটের বেশি সময়ের ভিডিও আপলোডের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কনটেন্ট নির্মাতারা আরো সৃজনশীল বিষয় উপস্থাপন করতে পারবেন বলেও জানান তিনি।
টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, কয়েক মাস ধরে বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড ফিচারের পরীক্ষা চালিয়েছে টিকটক। ২০২১ সালের জুলাইয়ে প্লাটফর্মটি ভিডিওর দৈর্ঘ্য ৬০ সেকেন্ড থেকে ৩ মিনিটে উন্নীত করেছিল।
ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে ইউটিউবের আরো শক্ত প্রতিযোগী হিসেবে বাজারে টিকটকের প্রভাব বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শর্টস নামের ফিচার চালু করেছে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।
নতুন আপডেটের মাধ্যমে যেসব কনটেন্ট নির্মাতা মেকআপ টিউটোরিয়াল, রান্নাসহ বড় ভিডিও নিয়ে কাজ করে, তারা বেশি সুবিধা পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।