ফের ভূকম্পন অনুভূত, বাংলাদেশের কাছেই যেখানে কেন্দ্রস্থল
আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ার বিধ্বস্ত পরিস্থিরি সপ্তাহ না কাটতে আবারও ভূকম্পন অনুভূত। সোমবার দুপুরের এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের অতিনিকটবর্তী ভারতের আসামে। এ নিয়ে গত দুদিনে ওই অঞ্চলে ৩ বার ভূকম্পন অনুভূত হলো।
সোমবার দুপুর ১২টার দিকে কেঁপে ওঠে আসামসহ আসপাশের এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.২ রেকর্ড হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ব্রহ্মপুত্রের দক্ষিণ দিকে নওগাঁ জেলার হোজাই। মাটি থেকে ১০ কিলোমিটারের গভীরতা।
এর আগে রবিবার বিকেলেও নওগাঁয় ভূকম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৪।
তার আগে শনিবার গভীর রাতে কম্পন অনুভূত হয়েছিল ভারতের পশ্চিম প্রান্তে গুজরাতের সুরাটে। শনিবার রাত ১২টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। এটির উৎসস্থল ছিল সুরাট থেকে ২৭ কিলোমিটার দূরে। তবে এসব ভূমিকম্পে কেউ হতাহত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।