বিনোদন ডেস্ক : অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই আলোচনায় থাকেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন এ তারকা। তবে অনাগত সন্তানের বাবার পরিচয় গোপন রেখেছেন ‘অ্যাকোয়াম্যান’ খ্যাত এই অভিনেত্রী। খবর পিপল ডটকম’র।
অভিনেত্রী অ্যাম্বারের ঘরে আরও একটি সন্তান রয়েছে। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।
২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ।
এর আগে অ্যাম্বার আলোচনায় ছিলেন জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ নিয়ে। তবে তাদের বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ানোর কোনো ঘোষণা দেননি হলিউড এই তারকা।
জনি ডেপ ও অ্যাম্বারের বিচ্ছেদ হয়েছে ৭ বছর আগে ২০১৭ সালে। এর পর তাদের বিচ্ছেদের ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। এরপর একে অপরের বিরুদ্ধে শুধু অভিযোগ করেই থেমে থাকেননি, দুজনই দুজনের বিরুদ্ধে করেন মামলাও। সেই মামলায় হারের জরিমানা হিসেবে ১ মিলিয়ন জরিমানা করা হয় অ্যাম্বারকে। পরবর্তীতে নিজের করা মামলা তুলে নেন অ্যাম্বার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।