বিনোদন ডেস্ক : আসছে, সে আসছে… দেওরদের জন্য এবং দুপুর ঠাকুরপো সিরিজ প্রেমীদের জন্য সুখবর, ফের বৌদি আসছে৷ নয়া বৌদি! ২০১৭ সালে ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো-তে ঝড় তুলেছিলেন উমা বৌদি রূপী অভিনেত্রী স্বস্তিকা৷
২০১৮-তে সেই ঝড় ধরে রেখেছিলেন দ্বিতীয় সিরিজে ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। আর এই জনপ্রিয়তার চাপেই একপ্রকার বাধ্য হয়েই ফিরছেন বৌদি৷
হইচই অরিজিনাল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছুটা আভাস দিয়েছে৷ ২৭ জুলাইয়ের একটি ট্যুইটে লেখা- Case টা কি? #DupurThakurpo আবার আসছে? এবং এরপরের দিন অর্থাৎ ২৮ জুলাই ফের একটি ট্যুইট৷ সেখানে এক মহিলার ছবি দিয়ে লেখা- Any guesses? #DupurThakurpo Full Toss. যদিও দর্শকদের কৌতূহল ধরে রাখতে এখানে মহিলার মুখ কৌশলে লুকিয়েই রাখা হয়েছে৷ তবে ট্যুইট থেকে স্পষ্ট হয়ে যায় যে এবারেও হাঙ্গামা কিছু কম হবে না৷
তবে এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এবং গুঞ্জন থেকে জানা যাচ্ছিল, আর এবার হইচই-এর ট্যুইট থেকে তা স্পষ্ট হয়ে গেল৷ স্ত্রী ছবি খ্যাত ফ্লোরা সাইনি হতে চলেছেন এবারের নয়া বৌদি৷ তেলুগু, কন্নড়, তামিল ছবিতে যেমন ফ্লোরা ওরফে আশা কাজ করেছেন, তেমনই বলিউডে দাবাং ২, ধনক, লক্ষ্মী, বেগম জান, স্ত্রী এমনই বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে৷ চুটিয়ে অভিনয় করছেন বহু ওয়েব সিরিজে৷ তাঁর বোল্ডনেসে ফিদা তাঁর ভক্তেরা৷ তবে অভিনয় এবং এই বোল্ড অবতারে বলিউডের ‘স্ত্রী’ আগের বৌদিদের কী টেক্কা দিতে পারবেন? সে উত্তর সময় দেবে৷ তবে ট্রেলারে যে নতুন বৌদিরূপে ফ্লোরা তুফান তুলেছেন তা বলাই যায়৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।