জুমবাংলা ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়ে অনেকটা সুস্থ হলেও আজ হঠাৎ তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিভায়েড ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট জানানো হয়।
এতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফিজ বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজ কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডা. জাফরুল্লাহ সবার দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
গত ২৫ মে করোনায় আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটেই তার করোনা ধরা পড়ে বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষাতেও তিনি করোনা পজিটিভ হন। এরপর বাসায় কিছুদিন আইসোলেশনে থাকেন। পরে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমণ্ডি হাসপাতালের কেবিনে রাখা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
শনিবার রাতে গণস্বাস্থ্যের চিকিৎসক ডা. মুহিব উল্লাহ খন্দকার দেশ জানান, জাফরুল্লাহ চৌধুরীর করোনা টেস্ট করা হয়েছে। এতে ফলাফল নেগেটিভ এসেছে।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহর করোনা অ্যান্টিজেন নেগেটিভ এবং অ্যান্টিবডি ফর কভিড-১৯ পজিটিভ। সারা দিন তিনি কোনো প্রকার বাড়তি অক্সিজেন ছাড়া সেচুরেশান ৯৫% রাখতে পেরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।