Advertisement
  
  আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রায় পাঁচ বছর পর হোয়াইট হাউসে ফিরলেন। ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর মঙ্গলবার (৫ এপ্রিল) প্রথমবারের মতো কিছুক্ষণের জন্য নিজের সাবেক কর্মস্থলে আসেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

উপলক্ষ স্বাস্থ্য বিষয়ক বহুল আলোচিত অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্টের ১২তম বার্ষিকী উদযাপন। এদিন হোয়াইট হাউসের ইস্ট রুমে পৌঁছানোর পরই তুমুল করতালিতে তাকে স্বাগত জানান কর্মকর্তারা।
২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ওবামা যখন বিলটিতে স্বাক্ষর করেন, তখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাশে ছিলেন জো বাইডেন। দু’জনের দায়িত্ব আর পদে পরিবর্তন হলেও ঠিক আগের মতোই বন্ধুত্বের সম্পর্কটা রয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



