২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার পর ঢাকা শিক্ষা বোর্ডে মোট ২,৯৪৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ২৯৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাসে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া নতুন করে ২৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সূত্রে জানা যায়, এই বছর পুনঃনিরীক্ষার জন্য ৯২,৬৭৬ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি উত্তরপত্রের আবেদন করেছিলেন।
তবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করার প্রবণতাও বেড়ে গেছে।
https://inews.zoombangla.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%83%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab-2/
সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র ও ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।