ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা কেনো এতটা গুরুত্বপূর্ণ?

ফেসবুক ব্যবহারকারী

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে যেন সকল ব্যবহারকারী সম্মান পায় এবং নিরাপদ অনুভব করে সেজন্য কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। সব ধরনের কনটেন্ট যেমন: পোস্ট, কমেন্ট, ফটো, ভিডিও এবং মেসেজের ক্ষেত্রে এসকল কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে বলা হয়েছে।

ফেসবুক ব্যবহারকারী

অপরাধমূলক কর্মকাণ্ড বা অন্যের চরম ক্ষতি করা হয়েছে এ ধরনের কোন কনটেন্ট দেওয়া যাবে না। সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এরকম কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমর্থন দেওয়া যাবে না। এ ধরনের কোন কনটেন্ট পোস্ট করার অনুমতি ফেসবুক দিবে না।

কারো প্রতি সম্মানহানি করা হবে বা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দেওয়া হবে এ ধরনের কনটেন্ট ফেসবুকে দেওয়া নিষিদ্ধ। ফেসবুক কখনো ঘৃণামূলক বক্তব্যকে সমর্থন করে না। কারো বর্ণ, জন্ম, ধর্ম, জেন্ডারগত পরিচয়, সেক্সুয়াল অরিয়েন্টেশন নিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। এ ধরনের কোন কন্টেন্ট ফেসবুকে পোস্ট করা যাবে না।

সেক্সুয়াল, ভায়োলেন্স সম্পর্কিত কোন আর্টিকেল ফেসবুকে পাবলিশ করা যাবে না। কোন ব্যক্তি এর উলঙ্গ ছবি বা কারো সেক্সুয়াল কর্মকাণ্ডের ছবি বা লেখা ফেসবুকে পাবলিশ করা যাবে না। এ সর্ম্পকিত বিষয়ের মেডিকেল প্রক্রিয়ার ছবি বা আর্টিকেল ফেসবুকের কমিউনিটি স্ট্যার্ন্ডাড এর মধ্যেই পড়ে।

ড্রাগস, অস্ত্র অথবা বোমার মত বিপজ্জনক পণ্যের বিক্রি বা ব্যবহারকে ফেসবুক সমর্থন করে না। ভুল তথ্যের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হবে এ ধরনের তথ্য ফেসবুকে পাবলিশ করা নিষিদ্ধ।

এমন কোন আর্টিকেল বা ছবি ফেসবুকে পোস্ট করা যাবে না যার মাধ্যমে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় বা ভুল পথে যেতে আকৃষ্ট করে। যদি কোন গ্রুপ মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য ক্যাম্পেইন করে থাকে তাহলে তাদের কনটেন্ট ফেসবুকে দেওয়া নিষিদ্ধ।

ফেসবুকের এসব কমিউনিটি স্ট্যান্ডার্ড সবার ভালোর জন্য দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যবহারকারী যেন এ প্লাটফর্মে নিজেকে নিরাপদ অনুভব করে এবং কোন ভায়োলেন্সের শিকার না হয় সে উদ্দেশ্য বাস্তবায়ন করাই ফেসবুকের লক্ষ্য।