Advertisement
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ২০০৯ সাল থেকে ফ্রান্সে কার্যক্রম চালাচ্ছে ফেসবুক। সেই সময় থেকে ২০১৯ সাল পর্যন্ত সব মিলিয়ে কর বাবদ ফেসবুকের কাছে ১০ কোটি ৬০ লাখ ইউরো দাবি করে বসেছে ফ্রান্স।
তবে কোনও ঝামেলা ছাড়া এই বকেয়া দিতে রাজি হয়ে গেছে ফেসবুক। একই সঙ্গে ২০২০ সালের কর বাবদ ৮৪ লাখ ইউরোও অগ্রিম দিয়ে দিতে চায় তারা।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, আমরা যেসব দেশে কার্যক্রম পরিচালনা করি, সেসব দেশের কর পরিশোধ করে থাকি। সংশ্লিষ্ট দেশের করের নিয়ম-কানুন মেনেই আমাদের কাজ পরিচালনা করতে চাই।
এদিকে ফেসবুকের মতো অন্যান্য টেকদানব—গুগল, অ্যাপল, অ্যামাজনও ফরাসি সরকারের সঙ্গে কর পরিশোধ করার জন্য এক সমঝোতায় পৌঁছেছে।
তথ্যসূত্র: বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।