ফেসবুকে থাকছে না ‘নিউজ ফিড’

ফেসবুকে থাকছে না ‘নিউজ ফিড’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ‘নিউজ ফিড’ (News Feed) থাকছে না ফেসবুকে! এখন থেকে ফিচারটি শুধুমাত্র ‘ফিড’ (Feed) নামেই দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় জায়ান্ট ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইটারে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ফেসবুকে থাকছে না ‘নিউজ ফিড’
ফাইল ছবি

ফেসবুক জানিয়েছে, সাধারণ মানুষ তাদের ফিডে যেসব বৈচিত্র্যময় বিষয়বস্তু দেখে থাকেন তার আরো ভালো প্রতিফলনের জন্য এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন। এটি অ্যাপের অভিজ্ঞতাকে বিস্তৃতভাবে প্রভাবিত করবে না।

গত কয়েকমাস ধরে কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের প্রভাব নিয়ে বেশ নজরদারির মধ্যে রয়েছে এর সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। শুধু তাই নয়, ইউরোপের গ্রাহকদের তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে তা নিয়ে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) চাপে রেখেছে ফেসবুককে।

নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রণয়নে কাজ করছে ইউরোপ। এ আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা

কাঁচা বাদাম গানে তুমুল ড্যান্স WWE প্রাক্তন চ্যাম্পিয়ন গ্রেট খালির