Advertisement
জুমবাংলা ডেস্ক : ফেসবুকে মানসিক দুশ্চিন্তার কথা লিখে আত্মহত্যা করেছেন মো. হামিদ (২৩) নামে ভোলার লালমোহনের এক যুবক।
মঙ্গলবার ভোর রাতে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক লালমোহন পৌর শহরের ৬নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।
লালমোহন থানার ডিউটি অফিসার এসআই মাসুদ রানা বলেন, মৃত্যুর আগে হামিদ তার ফেসবুক অ্যাকাউন্টে ‘নিজের ভুলের কারণে সব সময় মানসিক দুশ্চিন্তায় থাকতাম’ লিখে পোস্ট দেন। পরে ওই রাতেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই মাসুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।