বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হলে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে এখনো বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটিতে আবরারকে নিয়ে এখনো চলছে আলোচনা। সমালোচনার তীব্র বান ছুটে আসছে একেক জনের ফেসবুক ওয়াল থেকে। কেউবা খুনিদের শাস্তি দাবি করছেন, কেউবা জানাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। হত্যাকাণ্ডের ঘটনায় ফেসবুকে সরব অনেও মাও। বর্বরোচিত এই হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচারের দাবি জানিয়েছেন অনেক মা। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়েছেন।
গত রবিবার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফেসবুক ব্যবহারকারীরা।
মেরিনা নাসরিন নামে এক মা ফেসবুকে লিখেছেন, ঘৃণা ক্ষোভ হতাশা দুঃখ প্রকাশ করার জন্যও যে শব্দের অভাব পড়ে যায় সেটা আজ টের পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কি ফেসবুকের পোস্টগুলো পড়েন? পড়লে বুঝতে পারতেন আবরার তার ইমেজের কতটা ক্ষতি আজ করে গেলো। আর কতগুলো দলীয় ট্যাগধারী খুনি তাকে টেনে কতটা নিচে নামাল। জিরো টলারেন্স শুধু নয়, এই খুনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হোক যা ইচ্ছে তাই করার রাইট কারো নেই, সে যেই হোক।
রহিমা আক্তার কল্পনা লিখেছেন, আবরাররে নির্যাতিত ছবি দেখে অসুস্থ হয়ে পড়েছি। হয়তো দম আটকে মারা যাব। মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ে ধরছি, এই নৃশংসতার বিচার করুন।
মুরশিদা খানম লিখেছেন, আমার বুকের মধ্যে যে ঝড় বইছে সেই ঝড় প্রতিটা মায়ের বুকে আজ। এমনকি ওই খুনিদের মায়ের বুকেও হয়তোবা। এই ঝড়ের লক্ষণ কিন্তু ভালো নয়। একদম নয়। প্রধানমন্ত্রী আবরার হত্যার বিচার করুন।
খুশি আক্তার লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আর কোনো আবরারকে হারাতে চাই না। আবরার হত্যার বিচার করুন।
মৃত্যুর প্রায় ৩৫ ঘণ্টা আগে শনিবার বিকাল ৫টা ৩২ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ভারত-বাংলাদেশ সম্পর্কের নানা দিক তুলে ধরে স্ট্যাটাস দেন আবরার। আর সেই স্ট্যাটাসের কারণেই আবরারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেছেন আবরারের বাবা। এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।