
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে শিল্পী সংকট দীর্ঘ দিনের। অথচ সোশ্যাল মিডিয়ায় যেন শিল্পীর কমতি নেই—এমনটাই দাবি করলেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর। রবিবার (৩১ অক্টোবর) বিএফডিসিতে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মিশা সওদাগর বলেন, ‘ফেসবুকে এখন অভিনেতার ছড়াছড়ি। মাঝেমধ্যে নিজেই দ্বিধায় পড়ে যাই। আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তারা সবাই অভিনেতা! প্রোফাইলে দেখি আর্টিস্ট লেখা। ফেসবুকে সবাই মডেল-অভিনেতা অথচ সিনেমা করতে গেলে আমরা শিল্পী খুঁজে পাই না। সময়ের সঙ্গে প্রযুক্তিকে গ্রহণ করতে হবে। ওটিটি প্ল্যাটফর্ম তারই ফসল। ওটিটির আধিক্য দেখা গেলেও সিনেমা হল কখনো বন্ধ হবে না।’
বেশ কিছু উদাহরণ টেনে মিশা সওদাগর ওটিটি প্রসঙ্গে বলেন—‘সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সে রুপান্তর হবে। ওটিটি সময়ের সঙ্গে এসেছে বলে এটাকে আমি ওয়েলকাম জানাই। ওটিটি অনেক অভিনেতাকে তুলে আনছে। গ্ল্যামারও বেশি, পারিশ্রমিক ছাড়াও অনেকে ভালো কাজ করছেন। পশ্চিমবঙ্গে অনেক ওটিটি প্রতিষ্ঠিত হয়েছে। শাহরুখ খান নিজেও প্রোডাকশন থেকে ওটিটির সঙ্গে কাজ করছেন। এগুলো সময়ের চাহিদা। আমাদের দেশে ১৮ কোটি মানুষ। ওটিটির সব সেটিংস ঠিক করে এই মাধ্যমে দেখার মতো শিক্ষিত মানুষ এখনো গড়ে উঠেনি। কিন্তু কোটির উপর মানুষ হল থেকে সিনেমা দেখে। তা ছাড়া ওটিটি আর সিনেমা হলে সিনেমা দেখার অনুভূতি পুরোটাই ভিন্ন। এক সময় থার্টি ফাইভে শুটিং করতাম। সেখান থেকে ডিজিটাল ফরম্যাট। তাই বলে বড় পর্দা হারিয়ে যায়নি, যাবেও না।’
মিশা সওদাগর বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম শিল্পী। তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। গত এক দশক ধরে তার অভিনীত সবচেয়ে বেশি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



