বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাজার হাজার বাংলাদেশি ফেসবুক একাউন্ট ডিজেবল করে দিছে ফেসবুক কর্তৃপক্ষ। এসব ডিজেবল অ্যাকাউন্টে দেওয়া অপর্যাপ্ত ব্যক্তিগত তথ্যের কারণে ফেসবুক কোনো পূর্ব সতর্কতা ছাড়াই অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করছে।
সম্প্রতি অনেক বাংলাদেশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের দাবি, অ্যাকাউন্ট মালিকের দেওয়া অপর্যাপ্ত ব্যক্তিগত তথ্যের কারণে ফেসবুক কোনো পূর্ব সতর্কতা ছাড়াই অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করছে।
বেশ কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না। এক্ষেত্রে ফেসবুক তাদেরকে সতর্কবার্তা দেখিয়ে আইডি যাচাই করতে বলছে। আর যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি জমা দিতে বলছে। পর্যাপ্ত তথ্য জমা দেওয়ার পরে এনআইডিতে দেওয়া জন্ম তারিখ বা বয়সের সঙ্গে অমিল পাওয়া গেলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয়ই থাকছে।
অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করার পরে সমস্যাটির সমাধান পেতে বিকল্প হিসেবে ফেসবুক হেল্প সেন্টারে যোগাযোগ করতে বলা হচ্ছে।
ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, কিছু অসাধু প্রতিষ্ঠান ব্যবহারকারীদের ফেসবুক আইডি যাচাই করার এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই পরিস্থিতির সুবিধা নিচ্ছে। অবশ্য এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।