জুমবাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে ভোগান্তি দেখা দিয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবহারকারী ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। খবর ডেইলি মেইলের।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা থেকে ফেসবুকে লগ-ইন করতে সমস্যা দেখা দেয়। শুধু ফেসবুক নয় এর মালিকানাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও লগ-ইন করতে পারছেন না ব্যবহারকারীরা।
হাসান মিলন নামে ঢাকায় অবস্থানরত একজন ফেসবুক ব্যবহারকারী জানান, তিনি রাত সাড়ে ৮টা থেকে ফেসবুক পেজ এবং গ্রুপে কোনও পোস্ট করতে পারছেন না।
বিভিন্ন ওয়েবসাইটের তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ফেসবুক ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
ফেসবুকের একজন মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, ‘আমরা এ সমস্যা সম্পর্কে অবগত। সমাধানে কাজ করা হচ্ছে। আশা করছি শিগগিরই সব স্বাভাবিক হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।