ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ড। তাতে গা ভাসান আট থেকে আশি সকলেই। কখনও ঘিবলি, কখনও আবার বুড়ো বয়সের ছবির ঝড় ওঠে ওয়ালে। বর্তমানে ফেসবুক ফিডজুড়ে শুধুই লাল শাড়ি পরা তরুণীদের ছবির ঝড়। কারও মাথায় ফুল। কেউ আবার বসে রয়েছেন ফুলের তোড়া হাতে। কেউ কেউ আবার শেয়ার করছেন বর্ষায় ভেজায় ছবি। যার নেপথ্যে Gemini AI। কিন্তু অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কীভাবে তৈরি করবেন এই ছবি? চলুন শিখে নিন আপনিও।
অনেকেই জেমিনি এআইকে প্রমপ্ট দিলেও অনেকেই ঠিক মনের মতো ছবি পাচ্ছেন না। কেন হচ্ছে না, তাও বুঝে উঠতে পারছেন না। এই ছবি তৈরির মূল বিষয় হল স্পষ্ট নির্দেশ। অর্থাৎ আপনি ঠিক কেমন ছবি চাইছেন, পোশাক, চুল, মেকাপ থেকে শুরু করে আলো কেমন থাকবে, ছবির মান কেমন হবে সবটা স্পষ্টভাষায় আপনাকে বলতে হবে Gemini AI-কে। ব্যস, তাহলেই কেল্লাফতে। এবার নিশ্চিয়ই মনে মনে ভাবছেন, ঠিক কীভাবে লিখবেন?
প্রথমে Gemini AI খুলুন। বামদিকে নিচে ‘+’ চিহ্নে গিয়ে নিজের ছবি আপলোড করুন। তারপর লিখুন, [‘Convert, 4k HD realistic, A stunning portrait of a young Indian woman with Long, dark hair cascading over her shoulders. She is wearing a translucent, elegant saree draped over one shoulder, revealing a fitted blouse underneath. She is looking straight to her right, with a soft, serene expression. I want same face as I uploaded no alternation 100 percent same. The background is a plain, warm-toned wall, illuminated by a warm light source from the right, creating a distinct, soft-edged shadow of her profile and hair on the wall behind her. The overall mood is retro and artistic.”]
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলতে আসছেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান
এবার আপনি যে রঙের শাড়ি চান, বা যেমন হেয়ার স্টাইল চান, তা মেনশন করে দিন। ব্যস কেল্লাফতে! পেয়ে যাবেন ছবি। এভাবে চেষ্টা করেই দেখুন। তবে শুধু শাড়ি পরা নয়, এভাবে নিজের মতো করে প্রমপ্ট করেই পেতে পারেন যে কোনওরকমের ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।