ফেসবুক রিলসে ভিডিও নিয়ে সুখবর
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম টিকটকের সঙ্গে টেক্কা দিতে ফেসবুকে “রিলস” নামে ছোট ভিডিও তৈরির সুবিধা চালু করে প্রযুক্তি জায়ান্ট মেটা। দ্রুতই জনপ্রিয়তা পায় ফেসবুকের এই ফিচারটি। রিলসের জনপ্রিয়তা আরও বাড়াতে এর ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
সম্প্রতি ফেসবুক রিলসের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করা হয়েছে যা আগে ছিল ৬০ সেকেন্ড। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে দ্বিগুণ রিলস প্লে হয়েছে বলে জানিয়েছে মেটা। গত ছয় মাসে রিলসের পুনঃশেয়ারও বেড়েছে দ্বিগুণ।
ফেসবুক রিলসে আকারে বড় ভিডিও তৈরির পাশাপাশি ট্রেন্ডিং টেমপ্লেটস এবং গ্রুভস নামের সুবিধাও যুক্ত হচ্ছে। ট্রেন্ডিং টেমপ্লেটস সুবিধা কাজে লাগিয়ে রিলস ভিডিওতে বিভিন্ন টেমপ্লেটস ব্যবহার করা যাবে। অপর দিকে গ্রুভস সুবিধার মাধ্যমে গান বা সংগীতের তালে তালে ভিডিও তৈরি করা যাবে।
গবেষণার ভিত্তিতে মেটা জানিয়েছে, বর্তমানে ফেসবুক ব্যবহারের অর্ধেক সময়ই ভিডিও দেখেন ব্যবহারকারীরা। আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ সংস্করণে রিলস ভিডিও দেখার সুযোগ থাকায় নতুন এসব সুবিধা ব্যবহারকারীর কাছে দ্রুত জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত বছরের জুলাইয়ে ইনস্টাগ্রামের রিলের দৈর্ঘ্য বাড়িয়ে ৯০ সেকেন্ড করেছিল মেটা। তবে বর্তমানে টিকটকে ১০ মিনিট পর্যন্ত ভিডিও করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।