ফেসবুক স্ট্যাটাসে হঠাৎ কাকে ভালোবাসার কথা জানালেন সাফা?

ফেসবুক স্ট্যাটাসে হঠাৎ কাকে ভালোবাসার কথা জানালেন সাফা?

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, মডেল সাফা কবির। ফেসবুকে আজ অভিনব পদ্ধতিতে জানিয়েছেন ভালোবাসার বার্তা। তবে কাকে উদ্দেশ্য করে তিনি তার ভালোবাসার কথা জানিয়েছেন সে বিষয়ে কোন বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেননি তিনি।

ফেসবুক স্ট্যাটাসে হঠাৎ কাকে ভালোবাসার কথা জানালেন সাফা?

গতকাল বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) বিকেলে হঠাৎই সাফা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন মাত্র তিনটি শব্দ। মিআ কেমাতো সিবালোভা।

এই তিনটি শব্দ দেখে তো নেটিজেনরা অবাক। হঠাৎ কাকে নিজের মনের কথা বলছেন অভিনেত্রী। এই তিনটি শব্দ বেশ জনপ্রিয় প্রেমিক যুগলদের মধ্যে।

অন্তর্জালেও এই তিনটি শব্দ অনেক জনপ্রিয়। যারা তাদের ভালোবাসার মানুষদের সরাসরি মনের কথা বলতে পারেন না, শুধু তারাই এ তিনটি শব্দের ছায়া অনুসরণ করেন।

আমি তোমাকে ভালোবাসি, এই তিনটি শব্দের প্রথম শব্দ আমিকে উল্টো করলে হয় মিআ। তোমাকে উল্টো করলে হয় কেমাতো আর ভালোবাসির উল্টো সিবালোভা। আর এই তিনটি শব্দই লিখেছেন সাফা। এটিই সবচেয়ে সহজে কাউকে ভালোবাসা জানানোর উপায়!

কিন্তু হঠাৎ এমন অভিনব কায়দায় কাকে ভালোবাসার কথা জানান দিলেন সাফা? এই প্রশ্ন এখন নেটিজেনদের মাথায় ঘুরপাক খাচ্ছে? সাফার এমন পোস্টে নেটিজেনদের একজন লিখেছেন, কিছুই বুঝি নাই।

আরেক জন লিখেছেন, নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি 🙃। অনেক নেটিজেন আবার সাফাকে ভালোবাসেন না কমেন্ট করে এমনটাও জানিয়েছেন। তবে সাফা কাকে উদ্দেশ্য করে এমন তিনটি শব্দ লিখেছেন, তা তিনি তার ফেসবুক পোস্টে মোটেও স্পষ্ট করেননি।