মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। তাই অনেকেই নিয়মিত চ্যাটবটটি ব্যবহার করেন। এবার চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ চালু করেছে ওপেনএআই। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তাও পাঠানো যাবে চ্যাটবটটিতে।
ওপেনএআইয়ের তথ্যমতে, ফোনকলে চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোনের কন্টাক্ট লিস্টে ‘১-৮০০-চ্যাটজিপিটি’ নম্বরটি সংরক্ষণ করতে হবে। এরপর সরাসরি নম্বরটিতে কল করে যেকোনো সময় চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা প্রতি মাসে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে এই সুবিধা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করা হবে।
নতুন এ সুবিধার একটি নমুনাও প্রদর্শন করেছে ওপেনএআই। নমুনায় দেখা গেছে, ভ্রমণের সময় চ্যাটজিপিটিকে কল করে আশপাশের দর্শনীয় বা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ করার পর ব্যবহারকারীর অবস্থার বুঝে তথ্য জানানোর পাশাপাশি সেখানে যাওয়ার দিকনির্দেশনা দিচ্ছে চ্যাটজিপিটি। অর্থাৎ নতুন এ সুবিধা চালুর ফলে যেকোনো সময় ব্যক্তিগত সহকারীর মতো ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি।
ওপেনএআইয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল বলেন, ‘আমাদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবজাতির জন্য উপকারী করে তোলা। এটি মানুষের কাছে যত সহজলভ্য হবে, আমাদের লক্ষ্য ততই সফল হবে।’ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়ে ওপেনএআই জানিয়েছে, ফোনকল বা হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের সময় কথোপকথনের তথ্য চ্যাটজিপিটির কোনো মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। এর ফলে ব্যবহারকারীরা নিশ্চিন্তে এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।