বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এই গরমে ঘরের বাইরে বের হলে পানির তৃষ্ণা বাড়ে অনেক। কিন্তু ঘরের বাহিরে সবসময় ঠান্ডা পানির পানের সুযোগ অনেকটাই কম। কিন্তু আপনার কাছে যদি মিনি ফ্রিজ থাকে তবে যেকোনো জায়গায় বসেই আপনি ঠান্ডা পানি, কোক কিংবা জুস পান করতে পারবেন তাই না।
বাজারে পাওয়া যাচ্ছে এমনই একটি মিনি ফ্রিজ যা কি না সঙ্গে নিয়েই ঘুরতে পারবেন। যা চলবে মোবাইল ফোনের ইউএসবি চার্জার দিয়েই। শুনতে অবাক লাগলেও এ রকম একটি মিনি ফ্রিজ বাজারে এনেছে ফ্ল্যাবিশ নামের একটি প্রতিষ্ঠান।
জেনে নিন মিনি ফ্রিজ সম্পর্কে কিছু তথ্য-
এই ফ্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। এই রেফ্রিজারেটর জিনিসপত্র ঠাণ্ডা করার সঙ্গে সঙ্গে গরমও করতে পারে। ৮ থেকে ৯ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। ৪০ থেকে ৬৫ ডিগ্রি গরম দেয় এই ফ্রিজ। এই যন্ত্রটির তাপমাত্রা ম্যাটর ৫ মিনিটে বাড়ে বা কমে ৮.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এই ফ্রিজ উচ্চতায় সাড়ে উনিশ সেন্টিমিটার। দৈর্ঘ্যে ও প্রস্থে ৯ সেমি ও ৮ সেমি। ফ্রিজটির ভেতরে জায়গা ৭৮৪ ঘন সেমি।
ফ্রিজটি সূর্যের রোদ থেকে বাঁচিয়ে রাখতে হয়। যখন ব্যবহার করবেন না তখন এটি বন্ধ রাখতে হবে। শুকনো জায়গায় ফ্রিজটি রাখতে হয়। ভিজে হাতে স্পর্শ না করাই ভালো। চীনে তৈরি এই ফ্রিজটি মোবাইল ফোন কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে চালানো যাবে। দাম ৫ হাজার টাকা। এটি অনলাইনে বিক্রি করে অ্যামাজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।