বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ফোন চুরি রোধে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সম্প্রতি ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’ নামের একটি নতুন ফিচারের ঘোষণা দেয়।
Table of Contents
ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন
গুগলের নতুন এই ফিচার ফোন চুরি রোধে কার্যকর ভূমিকা রাখবে। চুরি হওয়া ফোন জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করলেও সেটি আর ব্যবহার করা যাবে না। ডিভাইসটি সম্পূর্ণ লক হয়ে যাবে এবং শুধুমাত্র সঠিক পাসকোড অথবা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া চালু করা সম্ভব হবে না।
ফোন লক সংক্রান্ত বার্তা
একটি স্ক্রিনশটে দেখা গেছে, ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ফোন লক হয়ে যাবে এবং এ সংক্রান্ত বার্তা দেখাবে ডিভাইসটি।
উন্মুক্ত হচ্ছে ২০২৪ সালের মধ্যেই
গুগল জানিয়েছে, এই উন্নত ফিচার ২০২৪ সালের মধ্যেই উন্মুক্ত করা হবে। এটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ অথবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (QPR) অংশ হতে পারে।
নতুন ডিজাইন ‘মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’
অ্যান্ড্রয়েড ১৬-তে গুগল নতুন ডিজাইন ভাষা ‘মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ এনেছে, যা ইন্টারফেসকে আরও সহজ, প্রাণবন্ত ও রঙিন করে তুলবে। এই ডিজাইন অনুযায়ী ঘড়ি অ্যাপসহ অন্যান্য নেটিভ অ্যাপেও পরিবর্তন আসবে।
আপডেট আসছে ২০২৫ সালের জুনে
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আপডেট ২০২৫ সালের জুন মাসেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
Display Week 2025-এ Samsung Polygon Foldable কনসেপ্ট ফোনে প্রযুক্তি দুনিয়ায় চমক
ফোন চুরি রোধে গুগলের এই নতুন ফিচার স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চুরি হওয়া ফোন ব্যবহারের পথ বন্ধ হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।