বর্তমান সময়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। ছোট-বড় থেকে শুরু করে বৃদ্ধ সকলেই প্রাতিষ্ঠানিক কাজের পাশাপাশি ব্যবসা সম্পর্কিত কিংবা ব্যক্তিগত নানা কারণে-অকারণে ব্যবহার করে থাকেন মোবাইল ফোন। তবে অধিকাংশ ক্ষেত্রে এই ডিভাইসটির অপব্যবহারে অনেক ব্যবহারকারীকে পড়তে হয় নানান ভোগান্তিতে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ফোন ট্র্যাকিং।
ফোন ট্র্যাকিংয়ের উপায় অবলম্বন করে সহজেই ব্যবহারকারীদের গোপনীয় তথ্য চুরি, অবস্থান, এমনকি বিভিন্ন ভোগান্তির মুখে ফেলে থাকেন প্রতারক চক্র। তাই ফোন ট্র্যাকিংয়ের মতো এসব অপ্রত্যাশিত উপায় অবলম্বনে আপনার সাথেও খারাপ কিছু হচ্ছে কিনা এ বিষয়ে খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।
কিছু ক্ষেত্রে এমনিতেই বুঝতে পারবেন যে ফোন ট্র্যাকিং হচ্ছে কি না, তবে ট্র্যাকিংয়ের সম্যক কিছু লক্ষণ শনাক্তের জন্য নোটিফিকেশন প্যানেলে ডিভাইস লোকেটেড লেখার কোনো নোটিফিকেশন দেখে, এরপর ডিভাইসটি ধীরগতি হয়ে যাচ্ছে কি না, ফাইন্ড গুগল ছাড়া স্ট্যাটাস বারে লোকেশন ইনফরমেশন আইকন দেখার মাধ্যমে এবং পারফর্মন্যান্সে ডিভাইসে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যাচ্ছে কি না তা বুঝতে হবে।
এছাড়াও বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে, বিভিন্ন কোড ডায়াল করে ফোন ট্র্যাকিং করা হলে সম্ভাব্য কিছু প্রতিক্রিয়া দেখা যাবে। যেমন: *#61# লিখে ডায়াল করলে ইনকামিং কলগুলো অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা হয় কি না তা জানতে পারবেন। একইভাবে *#62# ডায়াল করে কোনো ডাইভারশন সফ্টওয়্যার বিভিন্ন কল এবং টেক্সটকে আপনার কাছে পৌঁছাতে বাধা দেয় কি না তা দেখা যাবে।ৎ
নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফোন ট্র্যাকিংয়ের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবসময় ফোনের লোকেশন বার বন্ধ রাখা জরুরী। পাশাপাশি অ্যান্ড্রয়েডে থাকা জিপিএস অপশন বার বন্ধ রাখতে হবে। ফোন ট্র্যাকিংয়ের মত কোনো নোটিফিকেশন বা উল্লিখিত লক্ষণের কিছু বুঝতে পারলে যতদ্রুত সম্ভব জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
ফোনের সেটে যদি স্পাই অ্যাপ থেকে থাকে তাহলে ডেভেলপার অপশনের রানিং সার্ভিস অপশন থেকে সন্দেহজনক অ্যাপ থাকলে তা আন-ইনস্টল করে দিতে হবে। ফোনে সবসময় লক স্ক্রিনের ব্যবহার, পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড বা ফাংশনাল প্যাটার্ন ব্যবহার করতে হবে।
গোপনীয় তথ্য ও ফোনের এক্সেস রক্ষার্থে ফোন রুট করা থেকে বিরত থাকতে হবে। স্প্যাম বক্সে জমা অনাকাঙ্ক্ষিত মেসেজ না দেখা এবং সেই সঙ্গে কোনো লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড না করাই ভালো। ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট এবং নিজের অবস্থান গোপন রাখতে ভিপিএন ব্যবহার করা সুবিধাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।