লাইফস্টাইল ডেস্ক : মোবাইল ফোন। একটা সময় শুধু কথা বলার জন্য ব্যবহৃত হলেও এই সময়ে এসে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। একবার হাতে ফোন উঠলে ব্যস কখন কোন দিক দিয়ে সময় চলে যায় টেরও পাওয়া যায় না।
ধরুন অফিস থেকে ফেরত এসে দেখলেন আপনার স্ত্রী ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, সেটা কিন্তু দোষের কিছু নয়। তবে সেটা যদি মাত্রাতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। মানুষ অনেক বেশি বেশি করে ফোন ব্যবহার করছেন। সেই কারণে নিজেদের সময় দিতে পারছেন না। ফোন ব্যবহার করতে গিয়ে স্ত্রী যদি আপনার কথা ভুলে যান, সেক্ষেত্রে সমস্যা। এবার এ ভুল থেকে তাকে বের করে আনাতে কিছু টোটকা ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার কৌশল।
আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন
রাগ না দেখিয়ে প্রথমে আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন। তাকে বলুন যে এভাবে সারাদিন ফোন ব্যবহার করা ঠিক নয়। তিরিক্ত ফোন ব্যবহার সমস্যা তৈরি হতে পারে। বরং একটু ফোন ছাড়তে জানতে হবে। আপনি তাকে ফোন ব্যবহারের খারাপ দিকগুলি বলুন। সহজ ভাষায় বুঝিয়ে বললে সেক্ষেত্রে সহজেই বুঝে উঠতে পারবেন যে সমস্যা ঠিক কোথায়। তাই এই বিষয়টা আপনাকে সচেষ্ট হয়ে তার সামনে তুলে ধরতে হবে। দেখবেন তাকে বোঝালেই কাজ হয়েছে।
সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না
আমরা অনেক সময় শুধু নিজের মত ঠিক ভেবে অন্যের ওপর সিদ্বান্ত চাপিয়ে দেই। এ ভুলটা অনেকেই করি। এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ আপনার স্ত্রী একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। তিনি আপনার কথা মানতে যাবেন কেন। সেই কারণে তাকে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মতো ভুল করবেন না। তাই চেষ্টা করুন যতটা সম্ভব এ ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার। তবেই ভালো থাকবেন।
ভালো-মন্দের ফারাক বোঝাতে হবে
ফোন ব্যবহার ভালোনা এই একটা কথা শুধু বলে গেলেই হবে না। আপনি আগে নিজে সমস্যাটা ধরার চেষ্টা করুন। তারপর না হয় ওনাকে বলতে যাবেন। তাই অহেতুক আগ বাড়িয়ে কোনও কথা বলা উচিত হবে না। বরং চেষ্টা করুন ভুলটা জানাতে। তারপর বলতে। তবেই তিনি বুঝতে পারবেন।
নিজেও ফোনে বেশি সময় দেবেন না
যে কাজটা আমি করতে পারব না সেটা নিশ্চয়ই অন্যকে চাপিয়ে দেয়া ঠিক হবে না। সেজন্য আগে নিজেকে ফোন ব্যবহারে সচেতন হতে হবে। সেক্ষেত্রে ফোন ঘাঁটার জায়গা থেকে নিজেকে দূরে নিয়ে আসুন। তার কাছে বসুন। দেখবেন তিনিও নিশ্চয়ই এই কাজটা আর করছেন না। এমনকী আপনারা ভালো থাকছেন। এবার থেকে এই কাজটা করতে শিখুন।
নিজের স্ত্রীকে সময় দিন
মানুষ নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। আর ব্যস্ত রাখাতে ফোন ব্যবহার করেন। মুঠোফোন আপনাকে সবসময় ব্যস্ত রাখে। ফলে মস্তিষ্ক তা ব্যবহার করতে চায়। এবার আপনি যদি স্ত্রীকে সময় দেন, তবে তিনি এর থেকে সহজেই বেরিয়ে যেতে পারবেন। এবার থেকে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন। দেখবেন তিনি আর ফোন ধরছেন না। এমনকী আপনারাও খুবই ভালো আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।