ফোবর্স হচ্ছে বিজনেস সংক্রান্ত আমেরিকার খুবই জনপ্রিয় একটি ম্যাগাজিন। তারা প্রত্যেক বছর জিডিপির ভিত্তিতে বড় অর্থনীতির দেশগুলোর তালিকা ম্যাগাজিনের মাধ্যমে পাবলিশ করে থাকে। এবার বিশ্ব ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে তারা চমৎকার কিছু তথ্য ম্যাগাজিনে প্রকাশ করেছে।
এই ম্যাগাজিনের তথ্য অনুসারে বিশ্বের সবথেকে বড় অর্থনীতির দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট। তাদের জিডিপির আকার হচ্ছে 27 হাজার বিলিয়ন মার্কিন ডলার। বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার 1.6%। দেশটির অর্থনীতির সবথেকে চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্রতা।
সেবা, উৎপাদন এবং প্রযুক্তি খাতে দেশটি অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। এ দেশের উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাবকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া দেশটির অর্থনীতি ব্যবসার জন্য বেশ অনুকূল।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির জিডিপির আকার হচ্ছে ১৯ হাজার বিলিয়ন ডলার। বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ৫.২ শতাংশ। চীনের অর্থনীতি উৎপাদন, রপ্তানি এবং বিনিয়োগের উপর নির্ভরশীল।
অবকাঠামো উন্নয়নে দেশটি অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। তাছাড়া চীনের ভোক্তা বাজারে বেশ বড়। জাপান তালিকার তৃতীয় অবস্থান অর্জন করেছে। দৃষ্টির জিডিপির আকার হচ্ছে ৪৪০০ বিলিয়ন ডলার।
জাপানের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ১.৩ শতাংশ। উৎপাদন, সেবা এবং প্রযুক্তিকে গুরুত্ব দিয়েছে জাপান। অটোমেটিভ, ইলেকট্রিক, যন্ত্রপাতি দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালিকায় চতুর্থ অবস্থান অর্জন করেছে জার্মানি।
জার্মানির জিডিপির আকার হচ্ছে ৪৩০০ বিলিয়ন ডলার। তাদের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার মাইনাস ০.১ শতাংশ। তাদের অর্থনীতি রপ্তানি খাতের উপর নির্ভর করে থাকে। প্রযুক্তি, চিকিৎসা এবং রাসায়নিক সংক্রান্ত পণ্য তারা বেশি বিক্রি করে থাকে।
বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে ভারত। দেশটির জিডিপির আকার হচ্ছে ৩৭৫০ বিলিয়ন ডলার। বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৫.৯%। ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি বেশ বৈচিত্রপূর্ণ। তথ্য, প্রযুক্তি, সেবা, উৎপাদন, কৃষি সেক্টরের উপর ভারতের অর্থনীতিতে দাঁড়িয়ে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।