বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি “গ্যালাক্সি আনপ্যাকড” শীর্ষক এক ভার্চ্যুয়াল আয়োজনের মাধ্যমে বিশ্ব বাজারে চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর নিয়ে এসেছে স্যামসাং এবং দেশের বাজারে প্রি- অর্ডার গ্রহণ করা শুরু করেছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর-এ রয়েছে ৭.৬ ইঞ্চি মেইন এবং ৬.২ ইঞ্চি কভার (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) ডিসপ্লে; ৫০+১২+১০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ; সেইসাথে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা।
আগামী প্রজন্মের ব্যবহারকারীদের পরিবর্তনশীল ব্যবহারের ধরণের সাথে তাল মেলাতে এই গ্যাজেটটিতে যুক্ত করা হয়েছে অক্টা-কোর প্রসেসর (৩.১৮ গিগাহার্জ পর্যন্ত)। পাশাপাশি এতে রয়েছে ১২ গিগাবাইট র্যা ম, ২৫৬ গিগাবাইট রম এবং ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টেড এই ডিভাইসটির ওজন মাত্র ২৬৩ গ্রাম।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর-এ রয়েছে একটি ৬.৭ ইঞ্চি (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) মেইন এবং ১.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে। নজরকাড়া ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, পাশাপাশি রয়েছে ৮ গিগাবাইট র্যা ম এবং ২৫৬ গিগাবাইট রম।
৩.১৮ গিগাহার্জ পর্যন্ত সক্ষমতার অক্টা-কোর প্রসেসর যুক্ত স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর-এ ৩,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টেড এই ডিভাইসটির ওজন মাত্র ১৮৭ গ্রাম।
দেশের বাজারে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর উন্মোচন প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, ‘স্যামসাং সব সময়ই চেষ্টা করে উদ্ভাবনের উর্ধে থাকতে, নতুন এই ফোল্ডেবলস এই চেষ্টারই ফসল। ইতোমধ্যেই দেশের বাজারে স্মার্টফোন দু’টি নিয়ে ভক্তদের মাঝে যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কথা দিচ্ছি যে, পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইসগুলো সহজে এবং সুবিধাজনকভাবে হাতে পাওয়ার জন্য আমরা আপনাদের সামনে সেরা সব অফার নিয়ে আসবো।’
স্যামসাংয়ের নির্ধারিত আউটলেটে এখন গ্রে গ্রিন, বেইজ ও ফ্যান্টম ব্ল্যাক এই তিনটি রঙে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯,৯৯৯ টাকায়।
ব্যবহারকারীরা ২৫,০০০ টাকা দিয়ে প্রি-বুক করতে পারেন। থাকছে আরো ২০,০০০ টাকার ক্যাশব্যাক। জেড ফোল্ড ফোর প্রি-অর্ডারের সাথে উপহার হিসেবে আরো থাকছে অরিজিনাল কভার এবং ‘এস’ পেন (দশ হাজার টাকা সমমূল্যের), সেই সাথে ১ লক্ষ টাকার গ্যালাক্সি অ্যাশ্যুরড বাইব্যাক সুবিধা।
পার্পল, গ্রে ও পিংক গোল্ড ভ্যারিয়েশনের গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের দাম পড়বে মাত্র ১,৫৪,৯৯৯ টাকা। ব্যবহারকারীরা ২০,০০০ টাকা দিয়ে প্রি-বুক করতে পারেন। এবং থাকছে ১৫,০০০ টাকার ক্যাশব্যাক। সেইসাথে ব্যবহারকারীরা ১০,০০০ টাকা সমমুল্যের একটি অরিজিনাল কভারও পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলাদেশে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের সাথে বান্ডেলে ব্র্যান্ডেড চার্জার সরবরাহ করবে স্যামসাং। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইস্টার্ন ব্যাংকের গ্রাহকদের জন্য থাকছে ২৪ মাসের ০ শতাংশ ইএমআই এবং ইএমআই’এর ৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।
সাথে ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ডিসপ্লে’র খরচের ওপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, বিনামূল্যের প্রোটেকটর ফিল্ম রিপ্লেসমেন্ট এবং এক্সচেঞ্জ অফারে নির্ধারিত ডিভাইসের ওপর ১৫,০০০ টাকা পর্যন্ত বোনাস ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন ক্রেতারা। বিস্তারিত তথ্যের জন্য রয়েছে স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইটও।
মারুতি সুজুকির নতুন এই ইলেকট্রিক গাড়ি এক চার্জেই ছুটবে ৫০০ কিমি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।