Samsung তার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রিলিজ করার পর দীর্ঘদিন কেটে গেছে। তখন অর্থের অভাবে যারা ভাঁজ করা যায় এরকম হ্যান্ডসেট কিনতে পারেননি তারা ভেবেছিলেন দিন যত যাবে নতুন ফোল্ডেবল স্মার্টফোনের দাম কমতে থাকবে। কিন্তু বাস্তবতা একটুও বদলায়নি।
প্রযুক্তিপ্রেমীরা আশা করেছিল Galaxy Z Fold এর দাম মধ্যবিত্তের হাতের নাগালে থাকবে। কিন্তু এটি অত্যন্ত চওড়া দামে মার্কেটে বিক্রি হচ্ছে। আসলে স্যামসাংয়ের উচিত হবে কম দামের মধ্যে যেন ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে উন্মোচন করা যায় সে বিষয়ে চিন্তা করা।
তবে samsung এর এ ধরনের কোন পরিকল্পনা নেই। তারা নিশ্চিত হতে চায় যে তাদের গ্যালাক্সি ফোল্ডেবল এবং ফ্লিপ ডিভাইসের শক্তিশালী ভিত্তি তৈরি হোক। তাদের ভাঁজ করা যায় এরকম হ্যান্ডসেটের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি হয় সে বিষয় নিয়ে চিন্তা করছে samsung।
samsung galaxy z4 সিরিজ তার ফিচার এবং পারফরম্যান্সের জায়গায় ঠিকাছে। তবে চওড়া মূল্যের কথা বিবেচনা করলে স্মার্টফোনটি বেশ পিছিয়ে পড়েছে বলা যায়। আরো কম মূল্যে কীভাবে ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে দেওয়া যায় সে বিষয়ে samsung এর ভাবা উচিত।
চড়া মূল্যের পাশাপাশি স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইস যে একেবারে নিখুঁতভাবে কাজ করছে সেটাও নয়। তাদের ফোল্ডেবল ডিভাইস কতটা টেকসই হবে সে বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে।
আসলে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের দাম কমালে কোম্পানি সহ আগ্রহী ক্রেতারা সবাই উপকৃত হবে। মধ্যবিত্ত পরিবারের অনেক আগ্রহী কাস্টমার ডিভাইসটি ক্রয় করবেন এবং samsung এর প্রতি তাদের আস্থা বাড়বে। এতে তাদের ফোল্ডেবল ও ফ্লিপ স্মার্টফোনের ভবিষ্যৎ ভিত্তি তৈরি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।