বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গত মাস থেকেই অ্যাপেল তাদের ফোল্ডবেল iPhone সম্পর্কে জোরালো সমালোচনায় রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2026 সালে এটি লঞ্চ করা হতে পারে এবং এটি Foxconn ফ্যাসিলিটিতে NPI ফেজে রয়েছে। এবার চীনের টিপস্টার ওয়েইবোর মাধ্যমে এই ফোনের হিঞ্জ মেকানিজম সম্পর্কিত তথ্য শেয়ার করেছে। এই টিপস্টার অ্যাপেলের ডিভাইস সম্পর্কিত তথ্য জনপ্রিয় এবং এই তথ্যটি বিখ্যাত এনালিস্ট মিং-চি কুয়ের আগের রিপোর্টের সঙ্গে মিলে গেছে।
ফোল্ডবেল আইফোনে থাকবে মজবুত হিঞ্জ
Instant Digital এর বক্তব্য অনুযায়ী অ্যাপেল তাদের ফোল্ডবেল আইফোনের জন্য মেটালিক গ্লাস বা অ্যামরফাস অ্যালয় ব্যবহার করবে।
এটি টাইটেনিয়াম অ্যালয়ের চেয়ে 2.5 গুণ বেশি মজবুত এবং শক্ত হবে বলে জানানো হয়েছে। এছাড়া এটি ফোল্ড, বিকৃতি এবং চাপের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম।
এই উপাদান থেকে মসৃণ এবং উজ্জ্বল ফিনিশ পাওয়া যায়, ফলে এটি স্টিনলেস স্টিলের মতো দেখায়।
ফোল্ডবেল ফোনে মূলত দুটি সমস্যার সম্মুখীন হতে হয়, প্রথমত টেকসইয়ের অভাব এবং ডিসপ্লে ক্রিজ (বারংবার ফোল্ডিং ও আনফোল্ড করার জন্য স্ক্রিনে দাগ পরা)।
রিপোর্ট অনুযায়ী এই মেটালিক হিঞ্জ সমস্যার সমাধান করতে পারে।
ফলে ফোনটির টেকসই বাড়াতে, লাইফস্পেন বাড়াতে এবং ডিসপ্লে ক্রিজ কমাতে সাহায্য করবে। আগে বিশ্লেষক মিং-চি কুয়ো রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল কুপারটিনো উপস্থিত টেক কোম্পানি অ্যাপল ‘লিকুইড মেটাল’ ব্যাবহার করবে, এটি সম্ভবত মেটালিক গ্লাসেরই একটি মার্কেটিং টার্ম হতে পারে।
এটি প্রথম নয় যখন অ্যাপেল লিকুইড মেটাল ব্যাবহার করবে। এর আগেও iPhone তাদের ছোট কম্পোনেন্ট অর্থাৎ SIM ইজেক্টর পিনে ব্যাবহার করেছে।
Vivo Y300t এবং Vivo Y300 Pro+ স্মার্টফোন বাজারে লঞ্চ হল, জেনে নিন দাম ও বিস্তারিত
তবে এই প্রথম ফোল্ডবেল iPhone এর একটি গুরুত্বপূর্ণ অংশে এটি ব্যাবহার করা হবে।
কুওর বক্তব্য অনুযায়ী অ্যাপল এই অ্যামরফাস অ্যালয় উপাদানটি ডোংগুয়ান ইঅনটেক (Dongguan EonTech) থেকে নিয়ে এসেছে।
আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল অ্যাপেল তাদের ফোল্ডবেল iPhone এর ডিসপ্লে সম্পূর্ণ ক্রিজ ফ্রি করার উদ্দেশ্যে কাজ করছে, ফলে প্রতিযোগিতায় সবচেয়ে ইউনিক দেখাবে। অন্যদিকে, ব্লুমবার্গের মার্ক গুরম্যানের বক্তব্য অনুযায়ী ফোল্ডেবল iPhone এর শুরুর দাম $2,000 (~₹1,71,450) রাখা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।